গরমের প্রচন্ডতা জাহান্নামের নিঃশ্বাসের অংশ।

 

Islamic-বার্তা


সহীহ বুখারী ৫৩৩-৫৩৪ নম্বর হাদিসের বিস্তারিতঃ 

আবূ হুরাইরাহ্ ও ‘আবদুল্লাহ্ ইবনু ‘উমার (রাযি.) হতে বর্ণিত যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন গরমের প্রচন্ডতা বৃদ্ধি পায়, তখন গরম কমলে সালাত আদায় করবে। কেননা, গরমের প্রচন্ডতা জাহান্নামের নিঃশ্বাসের অংশ।


SHARE THIS

1 comment: